বিপর্যস্ত এক ধেয়ে আসা সমরের রেশ অল্পতেই হয়ে গেছে চিতপটাশ,
তারপর অরক্ষিত সার্বভৌমত্বের ভূ-খন্ডে প্রণীত,
হায়েনার গলিত মস্তিষ্কে লেখা এক সংবিধান খুলে বোসেছি,
গণতন্ত্রের সংজ্ঞা শিখবো বলে।


কিন্তু সংজ্ঞা কোথায়,
এতো অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদে,
একেক মানবপিশাচী মৃত্যুকুন্ড।
অথচ কি নিদারুণ পরিহাস আমার,
আমিও সে মরণ ফাঁদেই বোসে,
গণতন্ত্র শিখছি।


হে বিকল চেতনার বেহুশ জাতি,
জাগ্রত হও, মৃত্যুকুপ থেকে উঠে এসে,
দুপায়ে পিষ্ঠ করো সে বিকৃত সংবিধান,
আর জীবনের নূন্য অস্তিত্বে ডাক দেয় চলো,
নতুন এক সমরের, এক নব বিপ্লবের।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2015·Jan·05_02·30· অপরাহ্ন।