কেনো এত ভয় বলো কিসের এত বারণ,
দূরে যাওয়া মানেতো প্রস্থান নয়।
দূরত্ব সেতো কারণে অকারণেই জন্ম নেয় মননে,
আর হৃদয় সেতো অনন্ত ছুঁয়ে রয় তোমাকে দিব্যি শত সহস্র যাতনা ফেলে।


কেনো এত সঙ্কোচ বলো কিসের এত দ্বিধা,
দীঘল নীরবতা সেতো অদৃশ্যেই জড়ো হয় অবিরাম।
বুঝে নাওনা কেনো বলো ওগো প্রিয়তা আমার,
অসীম নীরবতার বিস্তীর্ণ নিশ্চুপতায়ও মিশে থাকে চাওয়ার অগণন প্রাপ্তিমালা।


কেনো এত ক্লেশ বলো কিসের এত ব্যাথা,
অভিমান সেতো অন্তহীন এক সাময়িক ক্রোধের মিছে যতিচিহ্ন।
প্রগাঢ়ভাবে নিকটে পাবার মোহ থেকেইতো তার নিত্য সৃষ্টি।


কেনো এত ভিন্নতা বলো কিসের এত বিভেদ,
অসাদৃশ্যতা সেতো মানবীয় এক নিগূঢ় ধাত।
জানোনা কি তুমি পার্থক্যই গড়ে দেয় তুমুল অনুপম,
দুজনার সমগ্র শূণ্যতার নিকষ যত আঁধারের প্রভা।


কেনো এত অভিযোগ বলো কিসের এত অনুযোগ,
অবহেলা সেতো চিরন্তন অস্তিত্বহীন এক ক্ষণস্থায়ী ক্ষণ।
যার বক্ষ পাঁজরের সুপ্ততে মিশে থাকে অবলীলায়,
অজস্র কামনানার নিস্তব্ধ নিটোল আর্তনাদের হাহাকার।


কেনো এত বিরহ বলো কিসের এত বিষন্নতা,
অতৃপ্তির যাতনা সেতো অতীব স্বল্প সময়ের কিছুটা মুহূর্ত মাত্র।
যার গহীনে নির্বাক পন্থায় নিরবধি বয়ে যায়,
খুব করে পাওয়ার অন্তিম বাসনার স্বপ্নগুচ্ছ।


কেনো এত নিঃসঙ্গতা বলো কিসের এত বিষাদ,
একাকীত্ব সেতো অতি ক্ষুদ্র দূর্বল এক ভিতুময় চিন্তা।
যার সারিবদ্ধ আস্তরণের প্রতি ভাঁজেই নিহিত থাকে,
বর্ণীল ভালোবাসার উৎকৃষ্ট যত কাছে থাকার আকুলতা।


কেনো এত প্রেমহীন বলো কিসের এত অপ্রেম,
বিবর্ণ চিত্ত সেতো নয় অসীম শক্তির অধিকারী।
প্রত্যাশার লালাভ অসংখ্য প্রদীপ জ্বেলে দেখো,
অন্তরো হৃদয় তোমার, লালে লাল প্রজ্জ্বলিত হবে অবেচ্ছেদি প্রেমের তীব্র শীখায়।


রচনাকাল -
সমুদ্র সৈকত, লাবণী, কক্ִসবাজার।
2015.Feb.12_02.40 মধ্যাহ্ন।