স্বাধীনতার চেতনায় মত্ত;
ছদ্মবেশী রঙচকা মুখোশের অন্তড়ালে গর্জে উঠে,
চেতনাধারী হায়েনার বীভৎস মুখশ্রীর তীক্ষ্ন দন্তপাটির হিংস্র পৈশাচিকতা।


অর্ধ শতাব্দি অবধি বাকরুদ্ধ নির্বাক জনতার শীতল নিঃশ্বাসের অক্সিজেনে,
সেসব জন্তুদের তীব্র উত্তপ্ত লালসা আশ্রয় গড়ে নিয়েছে অসহনীয় এক চরম পন্থায়।


অবর্ণনীয় প্রকট শোষণের প্রবল গণস্রোতে ক্রমেই অতলে তলিয়ে যাচ্ছে নির্বিকার,
সহায়হীন হাহাকারের আর্তনাদে ক্রন্দিত ওসব জনতার সঞ্চয়ী যত সব সুপ্ত প্রত্যাশার অগণন স্বপ্নদল।


ভ্রষ্ঠ পিশাচের নষ্ট চাহনীর নিকষ গূঢ় তমসার বন্দিশালায় অবরুদ্ধ অনন্ত,
ক্ষুদ্র ভূখন্ডের নীরিহ অবিরাম ক্ষুধাতুর প্রজাপুঁজের সমগ্র সম্প্রদায়।


তবে বলছি আমি নির্বিঘ্নে সহসায়;
স্বাধীনতা এখন ঐ ভূখন্ডের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এক পতীতা সংবিধান,
কোন এক অতীব সস্তা চটির নাম বেচে বেচে পূর্ণ করছে প্রতিনিয়ত রাজনৈতিক হায়েনাদের নিটোল মদের গ্লাস।


রচনাকাল -
2015.Feb.04_11.10 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।