আকাশের বাইরেও আরেকটি আকাশ থাকে।
সে আকাশ কেউই দেখেনা,
দেখে কেবল অন্তহীন কিছু একান্ত সময়ের দৃষ্টি।


হৃদয়ের ভিতরেও আরেকটি হৃদয় থাকে।
সে হৃদয়ের কথা কেউই জানেনা,
জানে কেবল অগণন স্মৃতি বিস্মৃতির অসংখ্য ক্ষণরা।


ব্যাথার পরেও আরও কিছু ব্যাথা থাকে।
সে ব্যাথার প্রকটতা কেউই উপলব্ধি করতে পারেনা,
পারে কেবল হৃৎপিন্ডের ভাঁজে জেগে থাকা সহস্র সুপ্ত ক্ষতরা।


বিষাদের অন্তড়ালেও আরও অনেক নিকষ বিষাদ থাকে।
সে বিষাদের তীব্রতা কেউই অনুধাবন করেনা,
করে কেবল একাকীত্বের অনন্ত যাতনা বয়ে চলা অন্তর আত্মা।


বিরহের অনাবিল দহনের বাইরেও অনিঃশেষ আরও নিরেট বিরহ থাকে।
সে বিরহের নিষ্ঠুর প্রক্রিয়া কারও নেত্রপাত হয়না,
হয় কেবল অসীম নিঃসঙ্গতার বিবর্ণ সময়ের বিস্তীর্ণ ধূপছায়ার।


বিষন্নের নীলাভ বেদনার পরও অজস্র অন্তহীন বিষণ্নতা থাকে,
সে বিষন্নের রূঢ়তা কেউই শ্রবণ করতে পারেনা,
পারে কেবল বিবর্ণতায় তেড়ে আসা অগণন প্রদোষের নির্জনতা।


দীঘল নিটোল বিনিদ্র রজনীর বিপ্রতীপ পৃষ্ঠায় আরও শত অতৃপ্ত রজনী থাকে,
যে রজনীর বিষাক্ত আয়োজনে কেউই বিষদগ্ধ হয়না,
হয় কেবল শয়ে শয়ে নেমে আসা অগণন নিদ্রাদল।


রচনাকাল -
2015.Feb.07_12.30 রজনী।
কলাতলী, কক্ִসবাজার।