তোরা হারহামেশাই মত্ত থাকিস,
বিকৃত সমাজের অর্থহীন যত নিয়ম প্রলাপে।
হে মানুষত্বহীন জানোয়ার সমাজপতি-
হয় ঐ অসাদৃশ্য নিয়মের বিকল প্রাচীর ভেঙ্গে ফেল,
না হয় আমায় নির্বাসিত কর এই রক্তাক্ত সম্রাজ্য হতে।
যে সম্রাজ্য প্রতিনিয়ত বিদীর্ণ হয়,
পাপিষ্ঠতার নিদারুণ সংবিধানে।
হ্যাঁ আমি চরমপন্থী, বিদ্বেষী, মুর্খ ও সভ্যহীন এক অসভ্য।
.     .     .