জীবন এখনো নির্দ্বিধায় যায়,
মধ্য রাতে নির্জন অলি গলিতে।


আবার কিছু জীবন হারহামেশায় যায়,
লাল নীল বাতির ঐশ্বর্যিক শীতল পালংক্যে।


সভ্যতার এ এক যেন নিদারুণ পরিণতি,
আবর্তনের মহাকালে পাল্টে দেয় জীবনের সংজ্ঞা।
.    .     .