যদি বুঝতে হয় জীবনের আমূল সংজ্ঞা,
তবে এসো নিমিষেহ চলে তুমি প্রিয় আমার।
চুমু খাওয়া এই জ্বলসানো সিগারেট আর,
ধোয়া উড়া চায়ের নিঃসঙ্গ কাপে।
আমি বাসিবো তোমায় ভালো খুব করে,
আর বলিবো জীবনের কি নিদারুণ যত সন্ধিক্ষণের কথা।
তবো চলে এসো প্রিয় আরও শ্রবীত করবো ভীষণ তোমায়,
ভালোবাসি, ভালোবাসি বলে কাব্যের গান।


রচনাকাল -
2014.Oct.20_10.00 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।