এখন অনেক রাত,
অতল ধরণী মুড়িয়ে আছে,
নিশ্ছিদ্র তমসার নিরেট পরতে।
নগরীর অসংখ্য নিস্তব্ধতা,
অবলীলায় জানান দিচ্ছে,
রজনীর নিটোল গভীরতার পরিমাপ।


গগণ হতে ছোপ ছোপ নিঃসৃত মেঘপুঞ্জী,
ছুঁয়ে যায় হৃদয়ের নিকষ মোহনা,
জেগে তুলে অনাবিষ্কৃত প্রলাপ।
আদিম প্রক্রিয়ায় বিরাত প্রসারিত হয়,
সাথে বিস্মৃতি পূণঃজাগ্রত হয়ে গড়ে তোলে,
চেতনার নির্মোহ অতীতমালা।
বিনিদ্রের সীমারেখায় নেই কোথাও,
পোড়া সংলাপের শেষ অস্তিত্বটুকুও।


তবে পরিসমাপ্তি হোক এবার,
চূড়ান্ত উপসংহারে,
একটি মিথ্যে রচনার,
অসহায় অভিলাষ এর।
.      .     .