উত্তপ্ত বৃষ্টির মতন একদিন,
আমার স্মৃতি বিস্মৃতিগুলোও গলে যাবে অবলীলায়।
যার নিদারুণ স্রোতে হারাবে,
অসংখ্য অজস্র কামনার অদৃশ্য প্রত্যাশার সংসারকুল।


হ্যাঁ, একদিন ঠিকই এরকম হবে,
নিশ্ছিদ্র বৃষ্টি মাতম রাতে প্রেম এসে দাঁড়াবে সম্মুখে আর বলবে আমায়─
দ্যাখো অবিশ্রান্ত এক ভালোবাসার পর্বত এসেছি আমি।
আমি নির্মোহ মনোহর চাহনীই তাকবো প্রেমময়ী পর্বতের দিকে আর,
আমার ভেসে যাওয়া বিস্মৃতিগুলোও তাকিয়ে থাকবে নির্বিকার ভেসে যেতে যেতে।


অতঃপর ফের বৃষ্টি নামবে,
ঝুম বৃষ্টি,
যে বৃষ্টির নাম রু।
সে বৃষ্টিতে আমিও মিশে যাবো খুব আপন করে,
উপসংহারে হারিয়ে যাবো অন্তহীন কোন এক অজানা দিগন্তে রু এর সাথে।
দিগন্তের ওপারের নীল ছোঁয়া বৃষ্টি হয়ে রু তুমি এসো,
আমি প্রতীক্ষায়…


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2014.Agu.05_01.10 রজনী।