নিবিড় তমসায় ভরপুর বিরাত,
গহীন থেকে গভীর ঘুমিয়ে থাক;
শুধু প্রেম জেগে থাক।


নিশ্চুপ নিসর্গ ঢলে যাক,
হারিয়ে যাক নৈঃশব্দের তন্দ্রার অতলে;
শুধু প্রেম জেগে থাক।


নীল নীলাভ বিস্তীর্ণ নীলিমার জ্যোৎস্না,
অনন্ত গগণের বুকে ঘুমিয়ে থাক;
শুধু প্রেম জেগে থাক।


ঝরে যাক প্রাণান্ত বোশেখীর ঝড়,
মুছে যাক এলোমেলো শ্রাবণের বেঘুরো ঘুমে;
শুধু প্রেম জেগে থাক।


নির্জীব থাক ঠাঁয় মহীরূহ যত,
হয়ে যাক কালের উৎকৃষ্ট ঘুমাতুর পথিক;
শুধু প্রেম জেগে থাক।


হাজার বিস্মৃতি এসে যাক নিমিষেই,
করে দিক প্রচন্ড তন্দ্রায় শায়িত;
শুধু প্রেম জেগে থাক।


আসমানী নক্ষত্রপুঞ্জী নিভে যাক,
ভরে যাক শয় শয় তন্দ্রার ডাকে;
শুধু প্রেম জেগে থাক।


প্রকৃতির উপাদান সব নীরব থাক খুব,
ভেঙ্গে যাক সহসায় জাগ্রতের সুর;
শুধু প্রেম জেগে থাক।


নির্বাকে পাথর হোক সবকটি ফুল,
লুঠিয়ে যাক বিরাতের সাড়ায়;
শুধু প্রেম জেগে থাক।


বিচ্ছিন্ন আলাপন খন্ড বিখন্ড হোক,
বিদীর্ণ হোক অসীম তন্দ্রায় বাক্য লাইন;
শুধু প্রেম জেগে থাক।


নিঃশব্দে উপাখ্যান রচিত হোক,
জীবনের ইতিহাস আঁকা থাক নিরালায়;
শুধু প্রেম জেগে থাক।


নিষ্ঠুর বিরহ ডুবে থাক খুব,
বিষাদের নির্মম বিষন্নে,
শুধু প্রেম জেগে থাক।


যামিনীর দেহতে নুয়ে যাক শহর,
ধূসর হোক নগরীর সবটা সোডিয়াম,
শুধু প্রেম জেগে থাক।


প্রেমে জেগে থাক অনন্ত,
জেগে থাক প্রেম চেতনার পরতে পরতে;
থাক জেগে প্রেম মৃত্যুঞ্জয়ী হয়ে হৃদয়ের তটে।


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Apr.01_01.40 রজনী।