ওহে মেঘমল্লার নিপূণ তরী বলছি তোদের শোণ্ִ,
চাতক বিহঙ্গের দৃষ্টি নিয়ে আছি চেয়ে,
নেমে আয় বৃষ্টি হয়ে, হৃদয় চিড়ে গড়ে নে সাফ কবলায় ছোট্ট ঐ আসন।


এখান থেকেই ঝরে যা নিবিড়ভাবে আকুল ধারায়,
হৃদয় পারাপারের ভিন্ন দেনালেনায়, সিক্ত করে দে অস্পর্শী শত অব্যক্ত চাওয়া পাওয়া।


মুষড়ে পড়া অপ্রকাশ্য স্বপ্ন বহরের অন্তীম লগ্নে,
খুব করে তুই বর্ষণ হয়ে যা, প্রশান্তির তুমুল বিন্দু ফোঁটা হয়ে।


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Apr.18_02.35 মধ্যাহ্ন।