ওসব সোডিয়াম রেডিয়াম দিব্যি জ্বলে থাকুক; ভেতরটায় জ্বলে জ্বলে ধুয়ে মুছে দিক কিছু দুঃখ ক্লেশের মহা ভান্ডার।
বিনিদ্রতায় তন্দ্রাহীন উপোষ দু'অক্ষিতে না নামুক অনন্ত; অস্পর্শী শত সহস্র যত আছে সুপ্ত কামনার প্রত্যাশার খোয়াবরা।
উদ্ভ্রান্ত দখীনা বাতাসের গায়ে প্রাণান্ত লেগে থাকুক; তোমার চিকচকে আঁধার খোলা এলোকেশি চুলের মাতাল করা বিভোর গন্ধ।
সেভাবেই উৎসুক দৃষ্টি ভীষণভাবে চেয়ে থাকুক খুব করে; প্রতীচী জানলার গ্রীল বেয়ে তোমার স্নিগ্ধ চলন দেখবে বলে।
গভীর যামিনীর অতল প্রহরে শতাব্দীর শ্রেষ্ঠতম  আকাঙ্ক্ষা ছুঁয়ে; অনাবিল অনুপমে ক্রমেই বেড়ে উঠুক আমার অতৃপ্ত যত শুভ্র পরশের বাসনা।
বিস্তৃত স্পন্দনের বিস্তীর্ণ চেতনা জুড়ে ক্রমশই জন্ম নিক; তোমায় দূর দূরান্তে আকড়ে ধরার নীরব প্রার্থনা।


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Apr.19_02.25 রজনী।