বল আর কতকাল সভ্য সেজে সুবোধ লাইনে; মুখ লুকিয়ে নীরব রবি,
আর কত কি হলে পরে সভ্য কথার কলম ছুড়ে; অগ্নি ঝরা কণ্ঠী হবি?


বল আর কত কাল চুষবি পায়েল প্রভাবশালীর রক্তশালায়; নিমজ্জিত শকুন মনে,
আর কতদূর পত্র পাতায় দালাল হয়ে লিখবি কলাম; দাসত্বেরই কুকুর বনে?


বল আর কত রাত দগ্ধ হলে শোষণ রাজার নিপীড়নে; অঢেল টাকায় সুখ লুটবি,
আর কত পথ ধ্বংস হলে চুপষে কানে ছিদ্র ঠেসে; ক্ষমতাধারীর সঙ্গ দিবি?


বল আর কত প্রাণ নিভে গেলে চামচামীতে ক্ষান্ত নেমে; প্রকান্ড এক গর্জন দিবি,
আর কত দিন উপোষ পেটে জীর্ণ হলে দেহের ভিটে; হুশ জাগিয়ে মানুষ হবি?


বল আর কত যুগ আপন প্রেমে কাব্য লিখে কবি সেজে; ধূর্তামী সব পিছনে নিবি,
আর কত পার সময় হলে সব ভনিতা অন্ধকারে মুষড়ে ফেলে; পাষণ্ডতায় সোচ্চার হবি?


বল আর কতকাল চোখটা বুজে ধূলোয় মাটি মিশিয়ে দিয়ে; হায়েনামীর পারদ খাবি,
আর কত খুন নির্বিশেষে রূধির পেলে চোখগুলো তোর সত্য হয়ে; নিজেই নিজের জাত বাঁচাবি?


বল আর কতকাল ঝরলে বারি নিকষ কোণে অসহায়ের চক্ষু বনে; নিভৃত এই জমিন পাড়ে,
আর কত মাস প্রৌঢ় হলে আসবি নেমে বারুদ  জ্বেলে; পাঁচ তারকা হোটেল ছেড়ে।


বলনারে তুই ওরে পিশাচ জাগ্রত তুই কবে হয়ে; রাত গড়া সব পার্টিতে আর আধমরা তুই নাহি রবি,
স্যুট কোটে তুই টাই মাড়িয়ে হাজার সুবাস না মাখিয়ে; মদের বোতল ছেড়ে দিবি?


জাগনারে তুই ওরে অবুঝ মাঠ কাপিয়ে রাজপথে আয়; দ্রোহী বাহুর মশাল জ্বেলে,
করে দে তুই চূর্ণ বিচূর স্বৈরাচারীর স্বর্ণ মহল; সমুন্নত স্বাধীনতা যৌবরণেরই তাগড়া বলে।


বল আর কতকাল সভ্য সেজে সুবোধ লাইনে; মুখ লুকিয়ে নীরব রবি,
আর কত কি হলে পরে সভ্য কথার কলম ছুড়ে; আগুন ঝরা কণ্ঠী হবি?


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Jul26_09.30 রাত্রি।