আঁধার গলে পড়ছে ভীষণ
বৃষ্টি টাপুরটুপুর,
মেঘের গর্জন ছাড়িয়ে এ মন
ভিজছে হৃদয়োপুর।


আমার ইচ্ছে দারুণ পথের বাঁকে,
হয়ে হলদে সোডিয়াম,
সারা নিশি বেজায় বেশি
জ্বলি বর্ষা হয়ে রেডিয়াম।


খুব দূরে ঐ ল্যাম্পোষ্টে,
নির্বাক জলের রবি,
জল তুলিতে অনুপমে
আঁকছে প্রেমের ছবি।


বৃষ্টি কোমল মৃদু ঝরে
আমায় ডাকছে বারে বারে,
বিজন পথের হাতছানিতে,
ছুঁতে সুখের দ্বারে।


বাদল বিমল অমল হয়ে
ঝরছে প্রবল যে খুব,
শ্রান্তহীনে উঠছে জেগে,
আমার নিটোল প্রেম প্রকোপ।


গগণেতে বিষম বেগে
বৃষ্টির তাবৎ আসা,
সেই সাথে হায় যায় মুছে যায়
বিস্মৃতির ভ্রান্ত যত ভাষা।


ওমন করে নিকষ ক্ষারে
শ্রাবণ বর্ষা নামে,
বিরল ধারায় ভীষণ মায়ায়
বৃষ্টি ফিরে বারে বারে।


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.Apri.24_03.05 রজনী।