তুমি আমার শুভ্র সকালের
চিকচিকে শিশির বিন্দু,
তুমি আমার উদাস দুপুরে
অসীম প্রেমের সিন্ধু।


তুমি আমার রক্তিম বিকেলে
লোহিত সুর্যের আভা,
তুমি আমার বর্ণিল গোধূলির
দিগন্তের নীল ছোঁয়া প্রভা।


তুমি আমার বর্ণীল সন্ধ্যার
আগুন ঝরা শ্রাবন,
তুমি আমার আসন্ন রাত্রির
স্বপ্নের অনাবিল প্লাবন।


তুমি আমার ভীষণ রজনীর
মুগ্ধ হলুদ সোডিয়াম,
তুমি আমার অঢেল আঁধারের
কিঞ্চিত চিমটি রেডিয়াম।


তুমি আমার প্রকান্ড বিরাতের
প্রবল জ্যোৎস্না বর্ষণ,
তুমি আমার দূর নীলিমায়
টুকরো শশীর চন্দন।


তুমি আমার নিশি শেষে
সুবিমল নির্মল ভোর,
তুমি আমার আলোয় রাঙা
স্নিগ্ধ প্রভাতী দোর।



রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.May.07_02.50 রজনী।