তারপর অনেক বসন্ত কেটে গ্যাছে নীরবে নিস্তব্ধে,
নিঃসঙ্গ শত বিহঙ্গের মৃত পালকের ঝরা বন্যায়।


হঠাৎ কোন এক উত্তাপ মধ্যাহ্নের লালাভ প্রভা বেয়ে,
নেমে এলো অনর্গল হেমন্তের সুশোভিত প্রেম উল্লাস।


অবশেষে প্রাণান্ত অনিন্দ্য প্রত্যাশায় সিক্ত হয়ে নব উদিত প্রেম অরুণে,
ভরপুর কামনায় দিব্যি মিশে গেলো আমার অন্তর আত্মার সবটা চেতনা।


এখানে হৃদয়ের শুভ্র ছায়াতলে পরম প্রযত্নে বেড়ে উঠে,
স্নিগ্ধ সতেজ অনাবিল অনাগত এক মহীরূহের কোমল বীজ।


শুনেছি নিজ আত্ম-বিশ্লেষণের ইতিহাসের পাতায় পাতায়,
এই আমি ঠায় বেঁচে ছিলাম সেই হেমন্তের প্রেমের তরে।


এমনকি আজও, আজও বেঁচে আছি দারুণ…



রচনাকাল-
রামু, কক্ִসবাজার।
2015.May.10_02.30 রজনী।