পশুত্বময় বিবেকের দূর্বোধ্য আচরণে,
জেগে উঠে রঞ্জিত বিপ্লবের শাণিত রূধির।


এখানে প্রতিনিয়তই জ্বলে উঠে দারুণ সব নক্ষত্র অনন্য কৌশলের আঘাতে,
ইতিহাসের কিনারায় কলম তুলে লিখে চলে কৌশলীরা সেসব নক্ষত্র জ্বলার শানে নুযুল।


আদিম প্রক্রিয়ায় যেসব বিবিধ বীর্যের নিটোল সমন্বেয় গঠিত হয়েছে ভ্রুণ,
সেসব মুখোশধারী হায়েনাদের ছদ্মবেশী প্রেতাত্মারা জানি নিমিষেই লুপ্ত হবে।


ঘৃণায় ক্ষোভে আঁকা আছে জলজ্যান্ত মহানায়কদের যত প্রতিশোধের বারুদ,
যার দুরন্ত আল্পনাগুলো সুস্পষ্ট চিত্রিত হচ্ছে আজিকে ঐ বীভৎস তাগুদের দেহে।


সেভাবেই চিরাচরিত নিয়মে এই ধরণীর বক্ষে রচিত হয় আলো আঁধারির দ্বন্ধ প্রচন্ড,
আর নির্মিশেষ উপসংহারে আলৌকিকতায় বীরত্বের ফলকে বিজয়ি হয় সত্যের দ্বার।



রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.May.12_11.05 রাত্রি।