বুভুক্ষু মানুষের, আর্তনাদের কাছে;
যন্ত্রণার শেষ রক্তবিন্দু, জমে পড়ে আছে।


মুষলধারে শিক্ষিতের, সার্টিফিকেটের ভাঁজে;
রগরগে চেতনায় স্বাধীনতা, উলঙ্গ হয়ে সাজে।


মানব ঠাসা ফুটপাথের, বিকলাঙ্গ ঠোকাইয়ের হাড়ে;
অনাহারি বেদনার নীল সংজ্ঞা, জ্যামিতিক হারে বাড়ে।


মন্ত্রী এমপি  উপদেষ্টা আমলাদের, অতি চওড়া ঘাড়ে;
ঘুষ লুট লুণ্ঠন আর, অবাধ যৌণতা তীব্র হয়ে ঘোরে।


পাড়া সমাজ রাষ্ট্রে আজ, বিষম করুণ হাহাকার পড়ে;
স্বদেশ তবু চলেছে দারুণ, উদ্ভট এক উটের পিঠে চড়ে।



রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2015.May.24_06.30 সকাল।