উন্মুক্ত নিশির বুকে বিজয়ের লালাভ কেতন উড়িয়ে পতপত,
আমি ধ্রুবই শুনতে পাই অপরাজেয় অশ্বারোহীর ক্ষুরধ্বনি।


প্রাচীণ মরুর প্রান্তরে আজ ফিরে আসার বালু ঝড়ে রচিত দারুণ,
মহাকালের দীর্ঘ প্রতীক্ষিত সেই বিজয়ের কম্পিত মিছিলের জোয়ার।


জ্বলন্ত রঞ্জিত তরবারীর অগ্রভাগে সদ্য উদিত আছে রবি,
যার কিরণের তীব্র প্রখরে বিপর্যস্ত নগরী হয়ে গ্যাছে নিষ্কলুষ।


সেই শুভ্র মশালের তেজদীপ্ত রঙ প্রভায় আজ পৃথিবীর জয়গান,
ক্ষণে ক্ষণে পরিশোধিত হয় যেথায় সমস্ত মানবের উপাদান।


হ্যাঁ, ভীষণ কোন এক গহীন রাত্রি শেষে প্রভাতের সুবাসিত সমীরণে,
ঠিক এভাবেই চির প্রত্যাশিত মিলন সুধা নেমে আসবে;
অপেক্ষমান সব হৃদয়ের অন্দর মহলে।



রচনাকাল-
2015.May.28_01.45 রজনী।
খুটাখালী, চকরিয়া, কক্ִসবাজার।