অবিরল প্রশ্বাসের হাওয়ায় বীভৎস নিষ্ঠুরতার গন্ধ,
কালভাদ্রে সময়ের তলে অতলে ওরা গেয়ে চলে বিভীষিকাময় গান।


তন্দ্রার নির্জন প্রহরে হায়েনার পৈশাচিক গর্জন,
আকুল প্রাণের মিনতী চূর্ণে ধেয়ে আসে মৃত্যুদূত।


উপর্যুপুরি গ্রীবার প্রকোষ্ঠে নেমে আসে নিদারুণ আনাচার,
খন্ড বিখন্ডে লুটিয়ে যায় মানবতার নুন্য অধিকার।


এখানে নির্মল তরুণীর বিমর্ষ আর্তনাদে ফেটে পড়ে গগণ,
বিদীর্ণ চিত্তের করুণ হাহাকারে নিষ্প্রাণ হয় হৃদ-স্পন্দন।


এক নিকষ তমসাচ্ছন্ন মৃত্যুপুরীর প্রত্যাহিক দংশনে,
অনাবাদী মৃত্তিকায় রোজই আবাদ হয় হত্যার; বর্ণীল লৌহস্রোতে।


প্রচ্ছন্ন নারকীয়তায় আজ ব্রহ্মাণ্ড মুমূর্ষ বেদনার জলাভূমি,
ব্যর্থ প্রচেষ্টায় মুখরিত ধরণীর মোহনা প্রান্তর।



রচনাকাল-
2015.Jun.06_03.10 রজনী।
হ্নীলা, টেকনাফ।