প্রিয় রাত্রি অঢেল-
বিগত সব প্রত্যুত্তর বেয়ে অভয়ে মস্তিষ্ক চষে বেড়াও,
নিউরণ থেকে সমস্ত কোষ ফারাক করে ঢুকিয়ে নাও ওসব জবাব।


তারপর একে একে বুঝে নাও সবটুক আলাপনের ক্ষুদ্র ক্ষুদ্র লাইন,
এবং সুনিপূণ বিশ্লেষণে তুলে আনো কঠোরতা আর বিষেদাগারের দ্রবণ।


অতঃপর বিষাক্ত ওই নীল যত ফের মিশিয়ে দাও দারুণ,
হৃৎপিন্ডের প্রান্তরে অনন্ত অনুপম অবিচ্ছেদ্যতায়।


আমি বিষাদপূর্ণ রয়েই বিনিদ্রতা আঁকবো,
তোমার গূঢ় আঁধারের দেহ পরম্পরায়।


প্রিয় রাত্রি নিকষ, শুনছো?



রচনাকাল-
2015.Jun.14_03.50 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।