তুমি আসবে বলে
তপ্ত সুরুয এখনো আলো দেয়নি,
তুমি আসবে বলে
মিষ্টি দিবার এখনো জন্ম হয়নি।


তুমি আসবে বলে
সবুজগুলো সব দোলেছে মাতাল হাওয়াই,
তুমি আসবে বলে
কাননের ফুল ফুঁটেছে ঘ্রাণের চাওয়াই।


তুমি আসবে বলে
সমুদ্র ট্রলারে জেলেরা এখনো থম্ִকে,
তুমি আসবে বলে
আকাশে বিজলী উঠেনি এখনো চম্ִকে।


তুমি আসবে বলে
ঘোমটা পরা বউ লাল হাসিটা এখনো হাসেনি,
তুমি আসবে বলে
দুরন্ত কিশোরী আঁখিতে কাজল  এখনো মাখেনি।


তুমি আসবে বলে
বুনো হাসের দল শূণ্যে এখনো উড়েনি,
তুমি আসবে বলে
বাবুই পাখিরা বাসায় এখনো চড়েনি।


তুমি আসবে বলে
সিন্ধুতটে ঢেউগুলো সব ধরেনি বিশাল ছদ্ম,
তুমি আসবে বলে
লাল কাকড়ারা ছুটেনি এখনো স্তব্ধ।


তুমি আসবে বলে
বাসগুলো সব দিয়েছে হেডলাইট জ্বেলে,
তুমি আসবে বলে
বন্দরে নগরে মাইকিং পোষ্টারিং চলে।


তুমি আসবে বলে
দূরপাল্লার যাত্রিরা সব করেনি এখনো যাত্রা,
তুমি আসবে বলে
চিত্রা ট্রেনের হুইসেল ডেকেছে  বহু মাত্রা।


তুমি আসবে বলে
মহল্লা পাড়ায় সুসংবাদের মিছিল,
তুমি আসবে বলে
রাষ্ট্র ডেকেছে বিশেষ ছুটির শীতিল।


তুমি আসবে বলে
উগ্রপন্থী নেতারাও হয়েছে নিশ্চুপ,
তুমি আসবে বলে
প্রতারক ভন্ডরা দিয়েছে অতলে ডুব।


তুমি আসবে বলে
কুটুম পড়শী রচেছে লাল গালিচার অর্ঘ্য,
তুমি আসবে বলে
বৃদ্ধরা সব প্রার্থনারত বাড়াতে জীবনের দৈর্ঘ্য।


তুমি আসবে বলে
শুভ্র বিকেলে সোনালী রোদের পেখম,
তুমি আসবে বলে
স্নিগ্ধ গোধূলি হয়েছে আবির এখন।


তুমি আসবে বলে
নিবিড় সন্ধ্যায় আশার প্লাবনের আগুন,
তুমি আসবে বলে
অনুপম রাতে নেমেছে বর্ণীল ফাগুন।


তুমি আসবে বলে
বিভোর বিরাতে কামনার যত শ্রাবণ,
তুমি আসবে বলে
জমে আছে খুব দারুণ শত আলাপন।


তুমি আসবে বলে
আকাশে এখনো বাজেনি তীব্র মাদল,
তুমি আসবে বলে
গুমোট যত মেঘ হয়নি এখনো বাদল।


তুমি আসবে বলে
রাত্রি সেজেছে ভরা নীরদের পেলব,
তুমি আসবে বলে
বৃষ্টিরা সব হয়ে আছে মধু পল্লব।


তুমি আসবে বলে
ঠোঁটে সুর তুলেছে বিনিদ্র ঐ ডাহুক,
তুমি আসবে বলে
জন্মেছ অনেক কাব্যের পুরোধা বাহক।


তুমি আসবে বলে
হয়েছে লেখা ভীষণ রকম এক কবিতা,
তুমি আসবে বলে
জেগেছে দারুণ অস্পর্শী প্রেমের মোহটা।



রচনাকাল-
2015.Jun.15_11.45 রজনী।
সমুদ্র সৈকত, লাবণী, কক্ִসবাজার।