লিখার কিছুই নেই-
অগ্রগামী স্বার্থপররা ভেগে গেছে,
অনাগত নষ্টাদের বহরে সর্বস্ব সমূলে।


ভদ্রতার উদ্ভ্রান্ত মুখোশে হাতড়ে যায় নেতা মহোদয়,
বেশ্যার সু-গভীর নাভিতে জীবনের অমোঘ প্রমোদ।


নিষিদ্ধ পল্লীর বেঘুরো চিপা গলিতে স্বর উঠে দারুণ,
নেতৃত্বের রঙচঙা বক্তব্যের আসল রূপের নিখাঁদ দর কষাকষির।


নষ্ট থেকে ভ্রষ্টের প্রতিচ্ছবি এঁকে এঁকে ফের,
এরা এভাবেই মুষ্ঠিবদ্ধ করে নেয় সমাজের দ্বার।


ধরণীর বিচিত্র এই অনিয়মের ধূর্ত জয়গানের শিকড় জন্মায় এভাবেই,
আর বিষাক্ত মাদুরে দিব্যি বিষদগ্ধ হতে থাকে অবলা চিত্ত যত।



রচনাকাল-
2015.Apr.22_02.35 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।