আমি রণবীর পত পত কোন পতাকার শব্দে কম্পিত মরু প্রান্তর,
হয়ে অশ্বারোহী নিয়ে তরবারী উড়ে চলি সত্যের মহল অন্দর।


আমি মরু ভাস্কর গেয়ে সাম্যের গীত গড়ে তুলি ন্যায়ের সুর,
করি চুরমার করে বিখন্ড নুয়ে ফেলি যত মিথ্যের জোর।


আমি বিপ্লবী লালাভ রূধিরই আমার নিত্য চেনা জল কমল,
বিদ্রোহী আমি চলি মাড়িয়ে আঁধার অগ্রপথিক চিরঞ্জীব অমল।


আমি গর্জিত দারুণ জাগ্রত স্বরে করি মোহরাঙ্কিত আলো অবিরল,
দিয়ে যায় হানা হাতে নিয়ে শাশ্বত কিতাব সতত বাণীর নির্মল ।


আমি চির চেনা সুরভিত মধুর মনোহরী কাননে মৌ পুষ্প,
আমি যোদ্ধা রঞ্জীত অশ্বে চির অম্লান এক নব ডাঁশা শষ্প।



রচনাকাল-
2015.Jun.29_07.50 সন্ধ্যা।
খরুলিয়া, কক্ִসবাজার।