তবে তাই হোক, হোক তবে তাই-
ঝুম বরষায় ঘোর লাগা এই সন্ধ্যায়;
ফুঁটুক অনুপম ঝিরিঝিরি বৃষ্টি,
মেলে ধরি বাহু আজ টুপটাপ প্রচ্ছদে,
আসুক ছড়িয়ে দু'নয়ন ভিজিয়ে  কী অনা সৃষ্টি।


কান পাতি বাতাসে গুঞ্জন তোলে যে,
বয়ে যায় নিদারুণ সুবিমল আওয়াজে;
ছুঁয়ে দিই পূবনের অনন্য লহরী,
নেমে আসুক অঝরে প্রেমাতুর চিত্তে নির্মল প্রহরী।


দিই ছুটি অভয়ে বিষণ্নের দাবানল মাড়িয়ে;
বিরহ কে মিশিয়ে ম্লান করি গগণে,
বিষাদের যত তেজ হোক চির নিঃশেষ,
নীরবতা উড়িয়ে মৌণতা ছাড়িয়ে প্রেম আসুক লগনে।


বিস্মৃতির অঢেলে দিই গেঁথে বিস্ময়;
অনাবিল সুখেদের স্লোগানে শয় শয়,
আজি এই মেঘে ভর অনিন্দ্য সন্ধ্যায়,
ছুঁয়ে যাক ঝাঁকে ঝাঁক কামনার স্বপ্ন দুরন্ত পন্থায়।


তবে তাই হোক, হোক তবে তাই,
এই হৃদয় রাঙা রিমঝিম প্রাণান্ত সন্ধ্যায়;
এঁকে চলি মননের দারুণ এক চিত্র,
গড়ে তুলি ব্যাকুল সুখে জীবনের নেত্র।



রচনাকাল-
2015.Jul.02_07.10 সন্ধ্যা।
খরুলিয়া, কক্ִসবাজার।