পাছে মৃত্যুর সমাগম; ভয়,
গিরগিটির নিত্য বর্ণ চতুরতা।


নিঃসঙ্গের নিবৃত কাতরতায়,
হুল গেঁথে আছে বিষণ্নের।


বিষম এক ভীষণ দহন ঘিরে,
আয়োজন সম্পন্ন সৎকারের।


দিবার শৈশব ফুরিয়ে এখন মধ্যাহ্ন,
বিষাদ, তুমি জেগে থাকো অনাবিল বীর বিক্রম হয়ে।


আমি পরাজিত তেপান্তরে হই তবে,
নিশ্চিহ্নের পথে মৃত্যু সওয়ারী।



রচনাকাল-
2015.Jul.23_02.00 মধ্যাহ্ন।
খরুলিয়া, কক্ִসবাজার।