চারিদিকে কেবল মৃত্যুর তীব্র নখরের গুঞ্জরণ শুনি নিপুন,
বিরাতের অতলেও কর্ণপাত হয় মৃত্যুর আঁচড়ের মাতোয়ারা স্পষ্ট।


ঘোর মরণের ফাঁদে পতিত জীবনের হাহাকার,
বিভীষিকার প্রাঞ্জল পসারয় বীভৎস ছোবলের নৃত্য।


এ যেনো টানটান উত্তেজনায় মৃত্যুর প্রতিদ্বন্দ্বিতা,
চমকে উঠা বেগে নিশ্চিহ্ন হচ্ছে জীবনের মহাকাল।


একদিন আমার মৃত্যুর পরে ক্রন্দিত হবে পৃথিবী,
বিজ্ঞানের অনুগামী আবিষ্কার সমগ্রও বুঝবেনা, সে ক্রন্দনলীলা।


আজিকে এই চলমান মৃত্যুর মহাসমারোহের পথে,
আমি অগ্রগামী পথিক হয়ে শায়িত অগ্রীম; তবে মৃত্যু আসুক।


মৃত্যুদূতের সূচিপত্রে সব নামের উপর লেপ্টে থাকবে আমার নাম,
হে সম্প্রদায় জেনে রেখো, আমার মৃত্যুর পরে আর কারও পৈশাচিক মৃত্যু হবেনা।



রচনাকাল-
2015.Jul.25_01.30 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।