বৃষ্টি ভরা শহর; রিমঝিম রাগিনী,
পাতাবাহার হয়ে দোদুল্যমান স্বপ্ন রাত্রির প্রারম্ভিকা।
কোথাও আজ কোন অন্ত নেই; সীমাহীন নগরী,
ভাদ্রের জন্মলগ্নে তরতাজা ব্যালকনির টব; গুল্ম লতা।
আজ সমস্বরে বেজে উঠে বিরহের তানপুরা,
বিষণ্নতার আদ্রতায় ভিজে চুপষে বিভোর মন-পবন।
এখানে রাত বলে গেছে অসীম ক্লেশের তীব্র পাঠ,
মর্মর ঝরা ব্যথার অন্দরে অতৃপ্তের নীল পরশ।
সোডিয়াম রেডিয়াম আজ অশ্রুসিক্ত প্রভার জামিনদার,
নিস্তব্ধ প্রহরের পরতে মিশে আছে হাহাকার।
নির্বিবাদ ভুখমুখর এই শহর শুষে নেয় সুখ,
বিস্মৃতির বীভৎস তাড়নায় মেতে উঠে নিকষ যামিনী।
প্রগাঢ় রক্ত স্রোতের উপারে বয়ে যায় সুসময় যত,
আবারো ফিরে আসবে বলে কুড়িয়ে নেয় জীবন ছুটে যাওয়া তরী।
এখনো রাত্রির তিক্ত চলনে বেঁচে আছে আধো চলন্তিকা প্রেম,
এখনো বিষাদের উল্টো পিঠে মিশে আছে নব কামনার বীজ।
বিনিদ্র মহড়ায় তাই জেগে আছে অক্ষি সমুদয়,
প্রলয়ের পরে জানি আসবে ফিরে সেই প্রদীপ্ত প্রেমের দীপা।



রচনাকাল-
2015.Aug.17_12.45 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।