এক রাত অপলক গল্পের আচ্ছাদনে উঠে পড়বে অশ্রু ঝেড়ে,
বৃষ্টির কলরবে অবেলার ঝুমঝুম ছন্দে ভাসানো হবে সে রাত্রি।


আমাদের আলাপনের ভীড়ে হাজারও বছরের ফেলে আসা কয়েক পদচ্ছাপ,
খুব পুরোনো তুলিতে অঙ্কিত স্থিরচিত্র হয়ে উড়ে আসবে সম্মুখে।


উল্লাসিত মননের তীব্র গান আর অমৃত বাদলের সুরের রাগিনী ধরে,
ক্রমশই গহীন এক গচ্ছিত রাখা প্রেমের দিকে ছুটে যাবো দুজন।


সেপথে আগমণের কালে প্রত্যাশীত বোরাকের ডানায় উঠার আহ্ববান তুমুল,
অতঃপর ভয়ার্ত চোখদ্বয় বুজে বোরাকে সওয়ারী হবে তুমি আমায় ঝাপটে।


তখন দ্বিপদী হৃদয়ের মাঝে আসন্ন প্রেমের মহাপ্রলয়; রণ-হুঙ্কার,
যার উত্তাপে বিক্ষত হবে অবেলার সেই রিমঝিম বৃষ্টি শ্রাবণও।


এখন যামিনী যৌবণা দারুণ…



রচনাকাল-
2015.Aug.16_02.45 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।