হে জীবন কিছুতো বলো,
আর কতকাল হৃদয় পুড়ে রবে বেঁচে প্রণয় ঘাটে;
অন্তনীলের শঙ্খ হয়ে বিষণ্নতার সিন্ধু তটে।


হে মহাকাল কিছুতো বলো,
আর কতদিন রুদ্ধদ্বারে বিকল হয়ে শিকল পরে নিকষ থাবায়;
সাক্ষী হবে ছদ্ম বোবায় অকুল রাতের বদ্ধ ধরায়।


হে নিসর্গ কিছুতো বলো,
আর কতক্ষণ ফুরালে সময় তুলবে জেগে আলোর মিছিল নিপিড়ীত রাজপথে ঐ;
শক্ত হাতে বারুদ মেখে সত্য আভার মশাল জ্বেলে গর্জিবে স্বর হয়ে অভয়।


হে সভ্যতা কিছুতো বলো,
আর কতরাত কাটিয়ে দিবে দাসত্বেরই মুড়িয়ে চাদর,
পূর্ণ করে শূণ্য মগজ পাপিষ্ঠদের মিছে আদর।


হে পৃথিবী কিছুতো বলো,
আর কতকাল ব্রত রবে অনাহারীর হাহাকারে,
আর্তনাদের অবিচারে ক্রন্দিত ঠাঁই নিরাকারে।



রচনাকাল-
2015.Aug.14_01.05 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।