এ বিষম পীড়ায়মগ্নে অভিষিক্ত পানে ওহে তামান্না,
বিদায়ি লগন নাহি আনে হে প্রিয় মোর অনন্যা।


এযে নিঠুর করুণ বড্ড ব্যথিত ক্লেশের মহা প্রলয়,
এযে মর্মর বিশে হানায় বারেবার উত্থিত আঘাতের বলয়।


অন্তিম সনে বিজলিরো পরে বিষাদ জনমে ডুবাও,
কেনো শুধায় তোমারে তবু অনলে বিরহে ভোগাও?


বিষণ্ন উষ্মা ছড়িয়াছে মোর এঘরে ওঘর চারিদ্বারে,
জ্বলিছে হৃদয় ভষ্মের পিন্ডিতে হয়েছে ব্যথারো দানে।


এ ক্যামন আঁখি ভরা ঘন বারিপুঞ্জে ভঞ্জনাহীন দুখ,
এ কিসেরো লাগি দিয়াছো ওগো বিদায়ের লিপিশ্লোক?


দিবারজনীর শৈশব হতে প্রৌঢ়া হইবার নিত্য,
মোর অফুরান বিষের জলস্রোতধারা দিয়ে যায় মৃতনৃত্য।


তুমি ফিরিয়া এসো ওহে রমণী সুধা পিইবার তরে,
মোর অমৃত যত খোয়াবনামায় লিখিয়াছি তোমারে প্রাণো ভরে।



রচনাকাল-
2015.Nov.04_02.30 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।