ভুলে গেছে ফুল, কাননের দোল;
নিসর্গের তীব্র সবুজ।
ভুলে গেছে, ভুলে গেছে।


ভুলে গেছে সোডিয়াম, হলদেটে রেডিয়াম;
রাত্রির তীব্র মশাল।
ভুলে গেছে, ভুলে গেছে।


ভুলে গেছে মাঝরাত, অভিষিক্ত রাজপথ;
উল্লাসে মুখরিত শহর।
ভুলে গেছে, ভুলে গেছে।


ভুলে গেছে সুখদল, প্রশান্তি যত বিরল;
বিষাদের মৃত্যু সুখ।
ভুলে গেছে, ভুলে গেছে।


ভুলে গেছে ষোড়শী, টগবগে অষ্টাদশী;
দুরন্ত প্রেমোমন।
ভুলে গেছে, ভুলে গেছে।


খুলে গেছে বিষপথ, নিষিদ্ধ ঢালুপথ;
নির্লজ্জে মুখরিত অলিগলি।
খুলে গেছে, খুলে গেছে।



রচনাকাল-
2015.Sep.29_03.00 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।