ভ্রম এক বিভ্রমের ঘোরে সেই মধ্যরাত থেকে প্রত্যূষ;
মরুমৃত্তিকা চষে চষে মৃত্যুর নখদর্পনে সমর্পন বারংবার।


সাম্রাজ্যীয় কাঁটাতার আর প্রহরীর তীক্ষ্ণ বন্দুক ডিঙ্গিয়ে;
প্রাচীন ব্যাবিলনদের বিজাতীয় নিদ্রার বালিশে বিনিদ্রতা।


এখনো আলোর দর্শন বাকী কেবল পড়ে আছে সীমান্তরেখা;
বিপর্যস্ত শিবিরে নিকষ ক্ষুধার নির্মোহ তাড়নার প্রকটতা।


মরুর বুকে পথে পথে উদ্বাস্ত মানবতার আর্তনাদ;
ক্ষয়িত ইতিহাস পিষে মাড়িয়ে চলে স্ব স্ব আইনের বাঁধা নিষেধ।


ক্ষুধার পিঠে পৃথিবীর মানচিত্র যেন টুকরো রুটির রসদ,
যে রসদে আজ হাঁটবার কথা ছিলো সুদূর নিভৃতির ভূমিতে ভূমিতে।


এ বহর সম্মুখে খুলে দাও হে পৃথিবী মুক্তির মিছিল,
উদ্বাস্ত এই তীরহারা ব্যাকুলতায় বিলুপ্ত করো সাংবিধানিক বর্বরতা।


রচনাকাল-
2015.Oct.02_02.10 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।