রক্তক্ষয়ী রণক্ষেত্র হতে বের হতে না হতেই,
এ ক্যামন মরণাস্ত্রের অগ্নি মুখে থুবড়ে পড়ি।


সেই অবিরত জ্বলামুখের বীভৎস অগ্নিছোবলে,
সহস্র শতাব্দী নিমিষেই অবগুণ্ঠিত বিরহের করতলে।


বিষাদের মর্মতলে মৃত্যুর নীল পদ্মের পরাগ রেণু'র,
সহস্র ক্রোশ পথের অন্দরে একদা কয়েদি হয়েছিলাম।


তারপর বিষণ্নতার অবিশ্রান্ত দাবানলে গলিত হই,
অপ্রস্ফুটিত স্বপ্নবহর খুঁড়ে খায় আমার হৃৎপিন্ড।


এভাবেই বিভীষিকাময় নৃত্যরত কোন সাগরের মহাপ্রলয়ে,
নিশ্চিহ্নের ঘূর্ণিতে বিলুপ্ত হবে এই চিত্তপ্রাণ।


আর ভ্রান্তহীন ইথারের লহরীতে সংরক্ষিত হবে এসব ধ্বংসলীলা,
ইতিহাসের প্রৌঢ়তায় যেসব রূপান্তর হবে মহাকাব্যের পাণ্ডুলিপিতে।


রচনাকাল-
2015.Oct.30_02.40 রজনী।