চলে যেতে যেতেই ডাক দিয়ে যায় আমায় শহীদ মিনার,
আমার ঝরে পড়া পদধ্বনির আওয়াজ মেখে শ্লথ হয়।


বা'আন্ন আর একাত্তুর ঢুকে পড়ে হৃদয় বীণায়,
শব্দাক্ষর ইতিহাস হয়ে বিধে যায় রক্তের শীরা উপশীরায়।


চলে যেতে যেতেই ডাক দিয়ে যায় আমায় স্মৃতিসৌধ,
আপন প্রশ্বাসের হাওয়ায় লাগাম টেনে ফিরে আসি ফের।


সালাম বরকত রফিকদের আত্মায় অলঙ্কৃত হই বর্ণীল,
ত্যাগের চিত্রপটে ভেসে উঠি সগৌরবে মহিমায়।


মৃত্যুর মুখোমুখি হতেই বলে উঠি আমি ঋণগ্রস্ত,
তিরিশ লক্ষ সুদৃঢ় আত্মার ভাঁজে আমি পিষ্ট হই ঋণশোকে।


এ মৃত্যু জাব্বার শফিউরদের নয়;
কথা ছিলো আমারই মৃত্যুর।


কথা ছিলো শহীদ মিনারের রক্তিম আভায়,
খোদাই করে নিতাম দু'চোখের অন্ধকার যত।


কথা ছিলো প্রার্থনায় ভরিয়ে তুলি দশাঙুলির থালা,
যারা এনে দিলো শোভিত বর্ণের স্নিগ্ধময় মাধূর্য।


ও মৃত্যুর দাবানল তিরষ্কার করে আমায় অবিশ্রাম,
ও মৃত্যু আমায় করে বিচূর্ণ তীব্র গ্লানির ছোবলে।


এই মৃত্যু বা'আন্ন একাত্তুরের নয়,
এই মৃত্যু আমারই হওয়ার কথা ছিলো।


রচনাকাল-
2016.Feb.21_12.50 রাত্রি।
খরুলিয়া, কক্ִসবাজার।