তুমি ডুবে অতলে ভুলের করতলে এসো চলে একটিবার,
এই পথিকের ভুলেভরা নিদারুণ একালা জানালার দ্বার।


তুমি এসো চলে দু'চোখ মুদে আলতো পায়ে বার,
রাঙাতে হৃদয় খুব কামনার শুভ্র চাওয়া আর।


তুমি ছাপিয়ে আঁধার মেখে নীল জ্যোৎস্না তবে,
এসো না চলে সারা নিশি মেতে স্নিগ্ধ হবো যবে।


তুমি কি পাওনি ব্যথিত পথিকের পোড়া হৃদয়ের গন্ধ,
পাওনি কি তুমি এক নিঃস্ব মননের গলিত রক্তের ছন্দ।


তুমি কি দেখোনি বিরান পথের শেষ না হওয়া যত রাত,
দেখোনি কি তুমি খুব প্রভাতের মর্মর আর্তনাদ।


তুমি কি বুঝোনি তৃপ্তহীন এক বোবা চিত্তের ভাষা,
বুঝোনি কি তুমি কম্পিত শ্লোগানের যত হাহাকার ঠাসা।


তবুও তোমার প্রতীক্ষা জপে ফিরে আসার তরে ফের,
দিবসো রজনী যায় বয়ে যায় নিটোল প্রতীক্ষা প্রক্ষেপের।


তুমি ডুবে অতলে ভুলের করতলে এসো চলে একটিবার,
এই পথিকের ভুলেভরা নিদারুণ একালা জানালার দ্বার।


রচনাকাল-
2015.Oct.19_02.30 রজনী।
সমুদ্র সৈকত, লাবণী, কক্ִসবাজার।