তারা যত খসে যাক,
প্রয়োজন কিইবা তাদের।
তুমিতো মিশে গেছো খুব,
সন্ধ্যার অনবতীর্ণ বেঘুরো আঁধারে।


আজ পতনের সুরে কাঁপে,
অন্তরীক্ষের শিরদাড়া নিদারুণ।
অপ্রাঞ্জল এক লেলিহান নীরবদের অন্দরে,
জমে উঠে সুপ্ত প্রত্যাশার বিবর্ণ মৃত্য মিলন।


আজ শঙ্খচিলের রুদ্ধ ডানায়,
দীর্ঘশ্বাসী পালকের প্রলম্বিত আর্তনাদ।
আজ আকাশ জয়ের সুবর্ণ বাসনার বর্ণীল আয়োজনে,
যাপন করে গেছে বিষাদের বহরপুঞ্জী আমৃত্যু সন্ধিতে।


পৃথিবীর মুখে গুজে দিয়ে লালে লাল গোলাপ,
তুমি সহসায় কেনো তবে যাওনা পড়ে যত চাওয়ার পুঁথিপাঠ।
কেনো সমস্বরে আকাশ বীণায় তুলোনা সুর খুব আপোনায়,
আজিকে যত ধ্রুব আর শুকতারার হবে মিলনের মহাআস্বাদ।


নেই তাই আজ রাশি রাশি তারাদের ভীড়,
অপমৃত্যুর মিছিলে সমাগত সব তারারই নীড়।
তবু তুমি চাইলেই হবে হৃদয়ের লহরীতে শয়শয় তারার মেলা,
তুমি চাইলেই হবে গগণে গরজে পল্লোবিত প্রেমের জয়ধ্বনি কোরাস।


রচনাকাল-
2015.Oct.09_12.01 রাত্রি।
বর্ণালী কুটির, বাহারছড়া, কক্ִসবাজার।