ঘুমন্ত আকাশের পরে এসে,
তুমি নিদ্রিত দারুণ নক্ষত্র হয়ে।


গুচ্ছ অঙ্গরূহ হতে তোমার,
বিনয়ে পড়ছে ছুঁয়ে রাত্রির নির্জনতা।


ক্রমবর্ধমান সেসব নিস্তব্ধতায় গেঁথে যাচ্ছে,
সুশান্ত এক ঘুমপরীর নিদ্রা যাপনের ইতিহাস।


আমার উদগ্রীব সহস্র কামনার প্রশ্নমালা অবিরাম,
সমুদ্র মিতালি করে ঢুকে যাচ্ছে তোমার নিদ্রাস্রোতে।


ঘুমপরী, তোমার শুভ্রচঞ্চু হতে গ্রীবার পরতে পরতে,
এঁকে দিয়ে যাচ্ছে সুনিপুণ এক অ'কবিতার শব্দাক্ষর।


তন্দ্রাকুসুমী, নেত্রকূপে ধাবমান ওই নিদ্রার ঢেউ ভেঙ্গে,
শীঘ্রই চিনে নাও তোমার চঞ্চু গ্রীবায় লেগে থাকা সে অ'কবিকে।


জাগ্রত হও চিত্তাহরিণী,
কবিতা তোমায় ডাকছে বহুল…


রচনাকাল-
2015.Nov.11_02.30 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।