হৃদয়ের প্রান্তরে তবু,
কিছু স্বপ্নেরা পিছু পিছু।


আজো অস্পর্শী স্মৃতির ঘরেকালো,
উঠে জ্বলে কোন সকালের নরম আলো।


শস্য হয়ে আছে অবাধ প্রত্যাশা নীড়,
নিশ্চিহ্নের হুঙ্কার মাড়িয়ে উন্নত তবু শীর।


শান্ত বিকেলের রোদ এখনো এসে ভরে,
চোখের পাপড়ি ভরা তৃষিত চাওয়া প্রখর করে।


হাতের ভাঁজে হারিয়ে যাওয়া আঙুলে আঙুল,
খুঁজেফেরে ছোঁয়ায় বিভোর এলোমেলো খুব চুল।


অনুভব যত যতনে পোষা সুপ্ত হয়ে বাজে,
বৃষ্টি  রাতে দমকা হাওয়ায় মাতম আকাশ সাজে।


শূণ্য খাতায় একলা কলম থরথর করে,
শব্দ হয়ে বাক্য করে অ'কবিতায় চলে।


রচনাকাল-
2015.Nov.14_01.01 রাত্রি।
খরুলিয়া, কক্ִসবাজার।