কোন শহরে তুমি হাঁটো
কোন কাননে তুমি ফুটো
তোমার আসার প্রতীক্ষাতে
শহর কানন প্রহর পাতে


কোন স্বপনে তুমি জাগো
কোন নিশিতে তুমি ডাকো
তোমার চলার সুপ্ত ছোঁয়ায়
রাত্রিদিবা ব্যাকুল হিয়ায়


কোন প্রণয়ে তুমি বিভোর
কোন কিনারায় তুমি অদূর
তোমার ক্ষুধায় ক্লান্ত ভীষণ
দিগন্ত খুব ব্যথিত বিষম


কোন সীমানায় তুমি কাছে
কোন অজানায় তুমি মিছে
তোমার তরে বারংবারে
ফিরছে খুঁজে মনমাজারে


কোন ধুয়াশায় তুমি সাজো
কোন কুয়াশায় তুমি বুজো
তোমায় করে পূর্ণ চাওয়াই
পাল্টে গেছে ঋতুর হাওয়াই


কোন কবিতায় তুমি থাকো
কোন বা রঙে  জীবন আঁকো
তোমার কাজল কালির কলিকা
অধর গ্রীবার উষ্ণ শিখা


কেনো বলো লুকিয়ে তুমি
আড়ালে পুড়াও হৃদয় ভূমি
ভাসিয়ে বিরাত জ্বালিয়ে প্রদীপ
রাঙাও প্রহর প্রতীক্ষা সুদীপ



রচনাকাল-
2015.Oct.15_01.20 রজনী।
বাহারছড়া, কক্ִসবাজার।