সমুদ্র ডেকেছিলো আমায়,
পাহাড় চষে ছুঁয়ে দিয়েছি।


বিচ্ছিন্ন নির্জন এক দ্বীপ ডেকেছিলো আমায়,
দৃপ্ত মিলনে ব্যাকুল বিদীর্ণ মৃত্তিকা এক করে দিয়েছি।


হিম জমা শীতার্ত রাত্রি ডেকেছিলো আমায়,
বিষাদের উষ্ণ প্রশ্বাস সুনিপুণ মেখে দিয়েছি।


কোন অতিশয় প্রখরিত হৃদয় ডেকেছিলো,
তপ্ত বিনিদ্রতায় সহস্র রজনী দিয়ে দিয়েছি।


বহুব্রীহি,
এভাবেই কি আমি অদৃশ্য হতে শিখেছি!



রচনাকাল-
2015.Nov.16_02.10 রজনী।
নতুন বাজার, মহেশখালী, কক্ִসবাজার।