নেংটা পৃথিবীর বুকে উড়ে যাচ্ছে ভ্যাম্পায়ার,
নির্বিবাদ শরীরের গা মাথা চুষে খাচ্ছে এসব পিশাচ।


পৈশাচিক উন্মাদনায় সন্ধ্যাগুলো রক্তাক্ত প্রাঞ্জল,
ধরণীতল ভ্যাম্পায়ারের উলু শব্দে প্রকম্পিত।


সহস্রাধিক উৎসুক জনতার ভীড়ে থথমে আঁধারের প্রলেপ,
অন্যদিকে লৌরাঙা আঘাতের নিদারুণ আলোর ঝমঝম নৃত্য।


অতঃপর সমস্বরে সুর ধরে ভ্যাম্পায়ারের সাথে হায়েনার পাল,
এবং বীভৎস উল্লাসে মাতোয়ারা করে কয়েক চিমটি ভূ-খন্ড।


এভাবেই ভ্যাম্পায়ারের তীব্রতর সূচালো দন্তের নিচে,
আর হায়েনার নৃশংস দৃষ্টির থাবায় আধমরা হই আমি এবং আমার জননী।


তারপর শুধু মর্মর বেদনার নীলচে দাগে,
মৃত্যুর খাঁচায় নীলাভ বেঁচে থাকার গল্প।


রচনাকাল-
2015.Nov.21_07.30 সন্ধ্যা।
লোহাগাড়া, চট্টগ্রাম।