উভয়ের সাদৃশ্যতা যত খুঁজতে খুঁজতেই লুটিয়ে পড়ি,
তোমার ওষ্ঠ গ্রীবা আর হৃদয়ের তলায় নিদারুণ।


সরিসৃপের মত বিগত রাত্রির চলে যাওয়ার পথ ধরে,
জন্মে আছে শয় শয় প্রতীক্ষার ছায়াতরু।


অথচ ধরণী ভুলে আছে সুনিপুণ বীভৎসতায়,
কত কত অপেক্ষা পরে প্রত্যাশা দুয়ারে এসেছিলো সে রাত।


সুনসান আঁধারের নির্জনতার পাশে রাখা সে ইতিহাস,
নীরবতায় স্বাক্ষরিত একাকীত্ব পুষে রাখে যেসব।


দীর্ঘ অনালাপের ভাঁজে ভাঁজে থেমে আছে,
বাক্সবন্দী মননের ফ্রেমে সহস্র জিঘাংসা।


যে জিঘাংসায় অর্ধমৃত হয়ে বেঁচে থাকে,
বিরাতের জন্ম দেওয়া ওসব প্রতীক্ষার ছায়াতরু।


এভাবেই ইতিহাসের পুণরাবৃত্তি হয় আমাতে,
আর পুণঃজন্ম হয় বারংবার প্রতীক্ষা ও দীঘল রাত্রির।



রচনাকাল-
2015.Dec.02_02.35 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।