পুঞ্জীভূত বিষাদের বহরে অতুল বিরহের রাতুল ক্রন্দন,
উন্মত্ততা পুষে লেলিহান বিষণ্ন শিখা অঙ্গারে ভষ্ম করে নেত্রদ্বয়।


রজনীর ব্যাকুলতায় দৃপ্ত দৃঢ় কামনার মিছিল,
বিস্তৃত তমসার রাজপথে তপ্ত প্রণয়ের বিষমোড়া আর্তি।


নিকষ ব্যাঞ্জনার উর্মি প্রলয়ে বিনিদ্র চির অম্লান,
বিষম বুভুক্ষু এক চিত্ত পল্লব উদ্বেলিত স্পর্শের ছোঁয়ায়।


রক্তখোর কামনার উত্তপ্ত মৌণতায় গলিত মম প্রাণ,
ধাবিত চঞ্চুর কেন্দ্র পাহারায় জাগ্রত জ্যান্ত এসব রজনী।


বিষম হাহাকার পরে প্রত্যাবর্তন ঘটে সুবহে সাদিক,
অধিষ্ঠিত বিষাদের বিবর্ণ মঞ্চে চিত্রিত হয় রাত্রিবদল।



রচনাকাল-
2015.Dec.14_03.20 রাত্রি।
খরুলিয়া, কক্ִসবাজার।