শঙ্খনীল ছুঁয়ে এসেই বলছি,
সিন্ধুতীর প্রলয়হীন করেছি।


লহরীর নিদারুণ উন্মত্ততায়,
দিয়েছি অবিরাম কান্নার জল।


বিশ্বাস করো,
তারপর থেকেই প্রশান্ত অবিরল,
নিষ্প্রাণ যেন বিরান জলভূমি।


তোমার সমুদ্রে ভয়; জানি,
তাই সহসায় সিন্ধুতটে সন্ধি বনেছি বিনিময়,
আমার অশ্রু বিষাদে সুশান্তে ভয়হীন করে তুলেছি।


জানো!
সমুদ্র কখনোই বিষণ্ন ছিলোনা;  কেবল আজ হতেই,
সেও দুঃখী হয়ে গ্যালো বিষাদের অশ্রু নিয়ে আমার।


আর,
দুঃখীরা উত্তাল হয়না, নিস্তব্ধ নীরব হয়,
আমার সখ্যতায় সমুদ্রও তাই সুশান্ত।


ভয় নেই তোমার…


রচনাকাল-
2015.Dec.18_12.30 রাত্রি।
বাহারছড়া, কক্ִসবাজার।