ভালোবাসা মানে,
আন্তরীক্ষ ফেটে অবারিত জলাস্রোত,
নির্নিমেষ চাহনীতে প্রেমের বর্ষণ।


ভালোবাসা মানে,
বিরান দুপুরের নিঃসঙ্গ গাঙচিলের ডানা,
উদাস দৃষ্টির ভিতর বাহির প্রেমের আনাগোনা।


ভালোবাসা মানে,
অবিরাম ক্ষয়ে যাওয়া সময়ের পরেও দীঘল প্রতীক্ষা,
প্রিয়তমেষুর সুনিবিড় স্পর্শের সুদৃঢ় কামনা।


ভালোবাসা মানে,
তপ্ত মরুর প্রান্ত বুকে গড়ে তোলা ঢাঁশা ছায়াতরু,
আমূল সে উদ্যানে লালন করা সুপ্ত প্রেমের প্রজাপতি।


ভালোবাসা মানে,
বিরামহীন ঝুকে থাকা অবিশ্রান্ত পলকে পলক,
নিদারুণ ডুবে যাওয়া সমুদয় মোহের অতল তলে।


ভালোবাসা মানে,
খেটে যাওয়া রুদ্দুরের ম্রিয়মান বিকেল,
বিস্তীর্ণ গগণের কপোলে বোসে থাকা ছোপ-ছোপ সোনালী হরিণ।


ভালোবাসা মানে,
সায়াহ্ন সন্ধ্যার লহরীতে বেজে উঠা দামামা,
কাঁপন ধরা পূবের হাওয়ার শীহরিত দোলন।


ভালোবাসা মানে,
নিঃসঙ্গ যাতনার বিচ্ছুরণেও এঁকে তোলা সুখস্মৃতি,
স্মৃতিপটে নিস্তব্ধের গোড়ায় ঢেলে যাওয়া অকুল প্রত্যাশা।


ভালোবাসা মানে,
ভুলে উঠা নগরীতে আচমকা ঝরা পাতার গুঞ্জন,
দখিণার করিডোরে বিনিময় করা উতাল পাতাল অনুরণন।


ভালোবাসা মানে,
অপঠিত গ্রন্থে গুপ্ত থাকা প্রেমের প্রতিচ্ছবি,
অলিখিত কবিতার অন্দরে বুনে যাওয়া কল্পের বর্ণমালা।


ভালোবাসা মানে…


রচনাকাল-
2016.Feb.14_02.20 মধ্যাহ্ন।
বাহারছড়া, কক্ִসবাজার।