ক্রমশই আত্মনির্ভরশীল হয়ে উঠছে রাত্রিগুলো আমার,
যার অন্দরে বিরাজ করেনা মৃত্যুখোর তপ্ত মরুচর।


শ্যামবালিকার কণ্ঠে অ্যালবাট্রসের কঠিনতা,
যেন চনদ্রসুধা অভয়ে গিলে খাচ্ছে সূর্যের লালিমা।


বদ্ধ জানালার প্রকোষ্ঠে কর্কশ ঠোকা নেই,
নেই বিনিদ্র অক্ষির গোলকে বিভীষিকার পোক্ত বাসা।


হ্যাঁ, ক্রমশই আত্মনির্ভরশীল হয়ে উঠছে রাত্রিগুলো আমার…


রচনাকাল-
2016.Feb.17_02.20 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।