নেত্র কখনো কথা বলেনি,
ইতিহাস হয়ে আছে স্রেফ।
মুখের কথাগুলোই দাঁড়িয়ে আছে,
মিশরিয় সভ্যতার স্তম্ভের মত।


ক্রন্দনের স্বরে ছিলোনা বেদনার নিনাদ,
অবাক বিস্ময়ে থমকে আছে সুখের উল্লাস।


ব্যাকরণহীন ভাষার তামাটে বিশৃঙ্খলায়,
শতাব্দি ভুলে যায় তার আপন যাত্রাকক্ষ।


পিরামিড বুকে পুষে নির্নিমেষ নুয়ে আসে শব্দপ্রাণ,
যে প্রাণের অতলে মিশেছে শব্দায়নের করুণ অনুনয়।


বাকরুদ্ধ শব্দকোষের নিশ্চল শব্দাক্ষরে,
গড়ে উঠে অভিশপ্ত প্রশ্বাসের ছোবল।


নৃশংস থাবার ভয়াল ঝাপটায় অস্তমিত হয় বর্ণসব,
পিশাচের বিষাক্ত ক্ষুধায় নিমজ্জিত ক্ষৌণীর পাণ্ডুলিপি।


চোখ কখনো কথা বলেনি,
ইতিহাস হয়ে আছে স্রেফ।
মুখের কথাগুলোই দাঁড়িয়ে আছে,
মিশরিয় সভ্যতার স্তম্ভের মত।



রচনাকাল-
2016.Feb.28_01.00 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।