যেসব নিকষ পুষ্পের পাপড়ি মুড়িয়ে; পার হচ্ছে এই রাত্রি,
তার অধিকাংশ পুষ্পই ব্ল্যাক রোজ।
একপেশে সাগরের গোঙানির শব্দের সূত্র ধরেই; হারিয়ে যাচ্ছে প্রিয়তমার নোলক,
আর ক্রমশই উড়ে যাওয়া নীল আঁচলের শাড়িতে; রেখে যাচ্ছে সহস্র বিরহের শব্দকোষ।


সুচিত্তা প্রিয়তমা,
রাত্রির পিঞ্জরে ধাবমান চিত্রা হরিণীর বেশে; ছুটিওনা বিষাদের ওপার,
স্মৃতির রোমন্থন বুকে নিয়ে দ্যাখো; কত শত ক্যাকটাস মেলে আছে হৃদয়।
এ রজনীর চলনে মিশে আছে সুপ্ত নিটোল এক কান্না; শোণ মরম কর্ণে,
যে কান্নার প্রতিশব্দ না যাওয়ার কড়জোর অনুনয়; যেখানটায় উৎসারিত হচ্ছে নোলক আর নীল শাড়ির সুমধুর একাত্মতা।


রচনাকাল-
2016.Mar.03_03.30 রজনী।
বাহারছড়া, কক্ִসবাজার।