উল্লাস করো; দুপায়ে দলে করে দাও মৃতদের সৎকার।
সভ্যতার ঝাঁঝালো রঙে মেখে নাও জাতীয়তাবাদ।


ঢেকুর উঠাও তৃপ্তির; অন্ধ প্রকোষ্ঠে পাশবিক যন্ত্রণায়।
মাতম করে উলু হাকাও; বীভৎস পাশবিকতার প্রতি মুহূর্তে।


উল্লাস করো এবং নেমে পড়ো, সভ্যতার খোলসে।
অতঃপর বসো পড়ো মোড়লের যৌণাঙ্গে মুখোমুখি; এবং লুণ্ঠিত করো শীর।


উল্লাসিত হও, সুস্বাদু মাংসপিন্ড আহারে।
খুবলে খাও প্রকট, সদ্য প্রষ্ফুটিত অবলার ঘ্রাণ।


উল্লাসে বেজে তুলো, নরকের দামামার বিস্ময়।
বিক্ষত বিখন্ডে পিয়ে নাও, চূড়ান্ত রক্তক্ষরণ।


উল্লাস করো আর মেনে নাও, ক্ষমতার তীব্র গঠনতন্ত্র।
ফের লুণ্ঠিত করো শীর; সম্রাজ্ঞীর প্রৌঢ় পদতলে।


রচনাকাল-
2016.Mar.27_01.40 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।